হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত : ডাকসু নির্বাচনে বাধা নেই

শুভদিন অনলাইন রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে চেম্বার জজ আদালত।
ফলে আসন্ন ডাকসু নির্বাচনে বাধা থাকল না।
সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ রায় দেন।
এর আগে, হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। আর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আগামী ২১ অক্টোবরের মধ্যে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আগামী ২১ অক্টোবরের মধ্যে।
রোববার (৩১ আগস্ট) সকালে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
রিট আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এস এম ফরহাদ। এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *