কুষ্টিয়ায় তামাক চাষ নিরুৎসাহিতকরণে মিডিয়া প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা

মোঃ জালাল উদ্দিন খান, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুরে তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে মিডিয়া প্রতিনিধিদের সহায়ক ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়া প্যাসিফিক ফোরাম উইমেন ল এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে মিরপুর প্রেসক্লাবের হলরুমে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমার পরিচালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মনিটরিং অফিসার বিপ্লব বিশ্বাস, ইয়্যাং রিসার্চার শিবলী আক্তার, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, কাঞ্চন কুমার হালদার, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা ওপেলিয়া কনি প্রমুখ। সভায় বক্তারা বলেন বিস্তীর্ণ জমিতে পরিবেশ বিধ্বংসী তামাক চাষ বেড়ে চলছে। তামাক চাষের ফলে স্বাস্থ্য ক্ষতির পাশাপাশি জমির উর্বরতা নষ্ট করে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *