সামোয়ায় নির্বাচনে হেরে গেছে প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমির দল

শুভদিন অনলাইন রিপোর্টার:

প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়ায় চলতি সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি। আজ শুক্রবার প্রকাশিত ভোটের ফলাফলে এটি জানা যায়।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, বিরোধীদলীয় এফএএসটি পার্টি সংসদের ৫০টির মধ্যে ৩০টি আসনে বিজয়ী হয়েছে।

এর জেরে এফএএসটি নেতা লা’আউলিয়ালেমালিতোয়া লিউয়াতে পোলাতাইভাও প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে পারেন।

দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি’র দল মাত্র তিনটি আসনে বিজয়ী হওয়ায় এফএএসটি’র কাছে ক্ষমতা ছেড়ে দিতে হচ্ছে। ফিয়ামে’র স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা অবশ্য এখনই নির্দিষ্টভাবে জানা যায়নি।

২০২১ সালে ফিয়ামে দেশটির রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। তবে গত মে মাসে তার প্রস্তাবিত সরকারি বাজেট বিপুল ভোটে প্রত্যাখ্যান হওয়ার পর তাকে পার্লামেন্ট ভেঙে দিতে বাধ্য করা হয়। সরকার পতনের পর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রায় ২ লাখ ২০ হাজার জনসংখ্যার দেশটির জনগণের কাছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রধান সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *