নওগাঁয় ১ টন চোলাই মদসহ দুই জন আটক

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরের ঘাষিয়ারা গ্রাম থেকে এক টন চোলায় মদ ও মদ তৈরি করার ৫ কেজি উপকরণ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তোফায়েল (৩৭) ও ললিত (২৫) নামের দুই যুবককে আটক করেছে। ২১ সেপ্টেম্বর (রোববার) সকাল ১১ টা থেকে দেড়টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বিনোদপুর সোনার পাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে তোফায়েল ও ঘাষিয়ারা গ্রামের অনিলের ছেলে ললিত।
জানা যায়, চোলাই মদের রাজ্য হিসাবে পরিচিতি পেয়েছে মহাদেবপুর উপজেলার ইউনিয়নের ঘাষিয়ারা গ্রামের প্রতিনিয়ত চুলায় মদ তৈরি হয় এবং এগুলো যুব সমাজের মাঝে বিক্রি হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে আজ বেলা ১১ টা থেকে দেড়টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাদের নিকট থেকে ২৪ ড্রাম যার পরিমাণ ১টন চোলায় মদসহ ৬শ টি বোতল এবং মদ বানানোর উপকরণ (বড়ি) ৫ কেজি উদ্ধার করে সেনাবাহিনী।
সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে চোলায় মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *