প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উডদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পাইত;

শুভদিন অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব চত্বরে ১ অক্টোবর সকাল ১১টায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম, কোষাধক্ষ আব্দুল মজিদ,দপ্তর সম্পাদক মিজানুর রহমান,,প্রচার ও প্রকাশনা সম্পাদক একাব্বর হোসেন, সদস্য মাহাবুব পাটোয়ারী প্রমূখ সাংবাদিক নেতৃবর্গ। সভাপতির বক্তব্যে বিশ্বের সকল প্রবীণ নাগরিক ও প্রবীণ সাংবাদিকদের সুস্বাস্থ ও কল্যাণ কামনা করে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের দীর্ঘ দিনের দাবী ষাটোর্ধব বয়স্ক বাংলাদেশী সাংবাদিকদের প্রত্যেককে আমৃত্যূ প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা হিসেবে প্রদানের জোর দাবী জানাচ্ছেন সরকারের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *