নওগাঁয় মাদরাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁয় আব্দুর রহিম বাদশা (১১) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ অক্টোবর (শুক্রবার) সকালে সদর উপজেলার ফতেপুরে রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদরাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুর রহিম বাদশা সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে। সে ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
শিক্ষক আব্দুল মাজেদ জানান, রাত আনুমানিক পৌনে ৪ টার দিকে তাহাজ্জুত নামাজের জন্য ঘুম থেকে উঠে মাদরাসার মাঠে বারান্দার নিচে আব্দুর রহিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর তাকে কক্ষে নিয়ে আসা হয় এবং মাদরাসা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। দীর্ঘ সময় রহিমকে ডাকাডাকি করলেও তার কোন সাড়া পাওয়া যায় না। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক ভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *