সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থী মীম হত্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থী সায়মা আক্তার মীম হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ অবরোধের কারণে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর আগে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের চার দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকার পাশ থেকে মীমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। নিহত সায়মা আক্তার মীম (২২) পাবনা জেলার সুজানগর উপজেলার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি সোনারগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনার পর নিহতের মামা খোকন শেখ সাগর বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে মীমের স্বামী রায়হানকে গ্রেফতার করে। পরদিন আদালতে হত্যার দায় স্বীকার করে রায়হান স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “শিক্ষার্থীরা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা অবরোধ তুলে নেয়।”

তিনি আরও বলেন, “গ্রেফতারকৃত স্বামী রায়হানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য কেউ এই ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

সোনারগাঁয়ের শিক্ষার্থীরা মীম হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, এমন নৃশংস হত্যার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *