শুভদিন অনলাইন রিপোর্টার:
আসন্ন জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের ভোটে মোট কেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। আর ভোটকক্ষ রাখা হয়েছে দুই লাখ ৪৪ হাজার ৬৪৯টি।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কমিশন সচিব আখতার আহমেদ।
সবশেষ তথ্য অনুযায়ী, সম্পূরক ভোটার তালিকাসহ দেশের মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। আর এই সাড়ে বারো কোটি ভোটারের জন্য গড়ে প্রতি তিন হাজারে একটি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে ইসি।
ইসি সচিব জানান, ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। আর মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।
নতুন নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এ সপ্তাহেই হবে জানিয়ে আখতার আহমেদ বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
২০২৪ সালের ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি।