জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

শুভদিন অনলাইন রিপোর্টার:

আসন্ন জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের ভোটে মোট কেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। আর ভোটকক্ষ রাখা হয়েছে দুই লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

‎সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কমিশন সচিব আখতার আহমেদ।

সবশেষ তথ্য অনুযায়ী, সম্পূরক ভোটার তালিকাসহ দেশের মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। আর এই সাড়ে বারো কোটি ভোটারের জন্য গড়ে প্রতি তিন হাজারে একটি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে ইসি।

ইসি সচিব জানান, ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে ‎মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি। আর ‎মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে ‎পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।

‎নতুন নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এ সপ্তাহেই ‎হবে জানিয়ে আখতার আহমেদ বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

‎২০২৪ সালের ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *