মিরপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

মোঃ জালাল উদ্দিন খান কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমবায় অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী সহ সমবায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হলো উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার। দেশের গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন, নারীর অংশগ্রহণ ও স্বনির্ভরতা অর্জনে সমবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এবং দিবসটি উপলক্ষে শ্রেষ্ঠ সমবায় কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ স্মারক সম্মাননা প্রদান করা হয়।

স্মারক সম্মাননা গ্রহণের পর সমবায় সমিতির সভাপতি ও পরিচালকগন তাদের বক্তব্যে বলেন,
সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, এটি মানুষের পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তি। আমরা দলগতভাবে কাজ করেছি বলেই সফলতা অর্জন করেছি। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের যৌথ উদ্যোগের মাধ্যমে আরও এগিয়ে যেতে চাই। আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *