ঠাকুরগাঁওয়ের হরিপুর ডাবরী সীমান্তে মাদকদ্রব্যসহ এক জনকে আটক করেছে বিজিবি

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ মো: আব্দুস সালাম বাদল (৩৭) কে আটক করে বিজিবি। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় সীমান্ত মেইন পিলার ৩৬৮/১-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তাকে ৪পিস ইয়াবা ও ১টি মটরসাইকেলসহ আটক করে বিজিবি’র একটি টহল দল।
শুক্রবার ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওই দিন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনস্থ হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে দায়িত্বপুর্ন মেইন পিলার ৩৬৮/১-এস হতে আনুমানিক ৩ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় ডাবরী সীমান্তের মশালডাঙ্গী নামক স্থানে অভিযান পরিচালনাকলে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মটরসাইকেলসহ জেলার হরিপুর উপজেলার জামুন মশালডাঙ্গী গ্রামের মো: ইয়াসিন আলীর ছেলে মো: আব্দুস সালাম বাদল (৩৭) কে আটক করা হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে আটককৃত বাদলকে জব্দকৃত মাদকদ্রব্য ও মটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *