সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরী-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

এম এইচ হাফিজ:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরী-। সকল স্তরের নারীদের সুরক্ষা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। তিনি বলেন, দেশে যে কোন জায়গায় নারী ও শিশু নির্যাতনের তথ্য ২৪ ঘন্টার মধ্যে মন্ত্রণালয় পৌঁছাতে হবে এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং ২৪ গণঅভ্যুত্থানের পরবর্তী তরুণ প্রজন্ম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কুইক রেসপন্স টিম ভিকটিমের কাছে পৌঁছে যাবে।

তিনি আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ২০২৫ গৃহীত কার্যক্রম উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক জিনাত আরা, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামূল কবীর উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আগামীকাল ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং এটা শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। এই সময়কালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মকর্তা-কর্মচারী সচেষ্ট ভাবে নারী নির্যাতন প্রতিরো যতধে কর্মক্ষম থাকবে। তিনি বলেন, এ কার্যক্রম এই ১৬ দিনের নয়, এই কার্যক্রম সারাবছর চলতে থাকবে।
উপদেষ্টা বলেন, একটি আলোকিত সমাজে মেয়েদের প্রতি, শিশুদের প্রতি, নারীর প্রতি যে স্বাভাবিক সম্মানবোধটুকু থাকে সেটা যখন ভাঙতে শুরু করে সেই সমাজ কিন্তু সার্বিকভাবে ভাঙতে থাকে। আমরা এটার একটি চরম রূপ দেখেছি গত ১৬ বছরে একটি স্বৈরাচারী পরিবেশে। তিনি বলেন এ রূপ আমরা আর দেখতে চাই না । আমরা সরকার গঠনের পরে নারী ও শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *