যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে আজ 

শুভদিন অনলাইন রিপোর্টার:

যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ (বাংলাদেশ সময়: ২৪ নভেম্বর-রাত ১২টা) থেকে শুরু হচ্ছে ভোটার নিবন্ধন কার্যক্রম। পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন করা যাবে। ২৮ নভেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।

আজ থেকে যেসব দেশে নিবন্ধন শুরু হচ্ছে সে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, কিউবা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, পানামা, হন্ডুরাস, হাইতি, নিকারাগুয়া, গুয়াতেমালা, ডমিনিকান রিপাবলিক, কোস্টারিকা ও বাহামা দ্বীপপুঞ্জ।

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রমও আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমবারের মতো এবার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করেছে।

পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে নিবন্ধন চলাকালে ২৪ ঘণ্টা সহায়তা প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশন হেল্প ডেস্ক চালু করেছে। হেল্পডেস্কের হোয়াটসঅ্যাপ ও ইমু নম্বর: +8801335149920, +8801335149923-32, +8801777770562; বোটিম নম্বর: +8801335149927, +8801335149929-30, +8801777770562।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *