মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় সংবাদদাতাঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে গমের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল বেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস কার্যালয় চত্বরে ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিনের সভাপতিত্বে এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। উপজেলায় এবার ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী গমের এই কৃষি প্রণোদনা উপকরণ হিসেবে প্রত্যেকে গমের বীজ ২০ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন। প্রতি ৫ জনকে গ্রুপ করে দেওয়া হচ্ছে এসব বীজ ও সার।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, উপজেলায় অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রয়েছেন যারা বীজ ও সারের অভাবে রবি মৌসুমে গমসহ অন্যান্য ফসলের চাষ করার সুযোগ পান না। সরকার এসব কৃষকদের কথা চিন্তা করে রবি মৌসুমের চাষে উদ্বোদ্ধ ও উৎপাদন বৃদ্ধি কল্পে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে আসছেন। রবি মৌসুমে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলার ৭টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে।