মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুর:
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি :প্রাণিসম্পদের হবে উন্নতি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে পালিত হলো প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী – ২০২৫।
এ উপলক্ষে বুধবার(২৬ নভেম্বর ) সকালে গাজীপুর শহরের রথখোলা মাঠে এক আলোচনা সভার আয়োজন করে। এর আগে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নারগিস খানম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোতাছেম বিল্যাহ।
সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড:মোহাম্মদ শাহীন মিয়া।
সভায় বক্তারা বলেন, একটা জাতিকে সুস্থ্য রাখতে হলে নিরাপদ প্রোটিন জাতীয় খাবারের নিশ্চয়তা দিতে হবে। আর এ নিরাপধ প্রোটিন পেতে হলে প্রাণীসম্পদকে রোগ মুক্ত রাখতে হবে। আর এসব বিষয়ে খামারিদের দিক নির্দেশনা দিবেন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।