আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবারও ঘটলো বর্বরতম নারী হত্যার ঘটনা। উপজেলার কামারগাঁও এলাকার র্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে বুধবার সকালে রিয়া মনি (২৪) নামের এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। তার স্বামী আদিল হোসেন, একই এলাকার বাদশা মিয়ার ছেলে, কারখানাটিতে বাবুর্চি হিসেবে কাজ করেন। তাদের বিয়ে হয়েছিল মাত্র ৯ মাস আগে। আদিলের আগেও একটি বিয়ে থাকার তথ্য স্থানীয়রা জানিয়েছে।
রিয়া মনির সহকর্মী ও কারখানার শ্রমিকদের ভাষ্য সকালের দিকেই ঘটনাটি ঘটে। ঘটনার পর আদিল দাবি করে, স্ত্রীকে খাবার কিনে দেওয়ার জন্য বাইরে গিয়ে ফিরে এসে রুমের ভেতরে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে সে চিৎকার করে লোকজন ডাক দেয়। তবে ঘটনার বর্ণনা নিয়ে শুরু থেকেই সন্দেহ তৈরি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আদিল হোসেনকে আটক করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানান, ঘটনাটি নৃশংস। স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনমনে প্রশ্ন রয়ে গেছে—রিয়া মনির এই নির্মম মৃত্যু কি গোপন কোনো পারিবারিক সংঘাতের ফল, নাকি আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে?