আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা দৈলেরবাগে এনসিপির উঠান বৈঠকে এলাকাবাসীর ক্ষোভ ও হতাশার বিস্ফোরণ ঘটে। সভায় উপস্থিত ছিলেন তুহিন মাহমুদ (জাতীয় যুবশক্তি সিনিয়র যুগ্ম আহবায়ক) শাকিল সাইফুল্লাহ (যুব শক্তি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক) পনির হোসেন, ইয়ানুরসহ স্থানীয় নেতাকর্মীরা।
বৈঠকে এলাকাবাসীরা অভিযোগ করেন, দৈলেরবাগে প্রতিনিয়ত দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিনের আলো ও রাতের অন্ধকার সমান ভীতিকর হয়ে উঠেছে। ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি—এমনকি মাদক ব্যবসায়ীদের মুক্ত বিচরণে মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
তাদের দাবি, অপরাধীদের ভয়ঙ্কর তৎপরতা বাড়লেও প্রশাসন নীরব ও রহস্যজনক নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে, যা সাধারণ মানুষের ক্ষোভকে আরও তীব্র করছে।
এসময় তুহিন মাহমুদ সরাসরি জনগণের সমস্যার খবর নেন এবং অভিযোগ শোনার পর কঠোর ভাষায় বলেন
জনতাই শক্তি। জনগণের নিরাপত্তা বিপন্ন হলে আমরা অবশ্যই কথা বলবো, দাঁড়াবো, এবং জনতার শক্তিকে সামনে রেখে এ অবস্থা পরিবর্তন করবো।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এলাকার শান্তি-শৃঙ্খলা ভেঙে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর ভূমিকা এবং পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানান।