আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
আফিয়া সিএনজি পাম্প–২–এর মাত্র ৩০ থেকে ৪০ মিটার দূরে পাইপ টেনে সরাসরি গ্যাস বিক্রির মতো ভয়াবহ ঝুঁকিপূর্ণ ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকের ওপর চরম দুর্ব্যবহার করেছেন পাম্প মালিক শাহাদাত হোসেন (সাধু)। এ ঘটনায় তার অডিও ইতোমধ্যে ফাঁস হয়েছে, যা স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ফাঁস হওয়া অডিওতে স্পষ্ট শোনা যায় সাংবাদিক পেশাগত দায়িত্বে প্রশ্ন করতেই মালিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, আমি চাইলে যেমন খুশি গ্যাস বিক্রি করব, তোমাদের কোনো প্রশ্ন করার অধিকার নেই। সাংবাদিকদের এত সাহস নেই আমাকে প্রশ্ন করে! এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে হতবাক হয়েছেন উপস্থিত সবাই।
আইন অনুযায়ী সিএনজি পাম্পের নির্ধারিত সেফটি জোনের বাইরে পাইপ টেনে গ্যাস বিক্রি সরাসরি দণ্ডনীয় অপরাধ। এতে যে কোনো মুহূর্তে বিস্ফোরণসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। অথচ এসব নিয়ম কানুনকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই প্রকাশ্যে চলছে অবৈধ গ্যাস বেচাকেনা।
আর সেই অবৈধতা নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের অপমান এ যেন ক্ষমতার দাপটে আইন ও নিরাপত্তাকে উপহাস করার প্রকাশ্য ঘোষণা।
স্থানীয়দের প্রশ্ন আইনের তোয়াক্কা না করে এমন বিপজ্জনকভাবে গ্যাস বিক্রি কীভাবে চলছে? আর একজন পাম্প মালিক কীভাবে সাংবাদিকদের ভয়–ভীতি দেখাতে সাহস পায়?
সংশ্লিষ্ট মহলের দাবি ফাঁস হওয়া অডিও ও বেআইনি কর্মকাণ্ড তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নইলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, যার দায় কেউ এড়াতে পারবে না।
সংবাদমাধ্যমের প্রতি এমন অবজ্ঞা ও বেআইনি কার্যক্রম দুটিই অগ্রহণযোগ্য ও কঠোর আইনি পদক্ষেপের দাবি রাখে।