সোনারগাঁয়ে নবাগত ইউএনও আসিফ আল জিনাতকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আনিসুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবনিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত-এর সঙ্গে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষ অর্কিড এ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে সদ্য যোগদানকারী ইউএনও সোনারগাঁয়ের সার্বিক প্রশাসনিক কাঠামো ও জনসেবা ব্যবস্থায় দৃঢ় ও ফলপ্রসূ পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি স্পষ্টভাবে জানান
উপজেলার উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন যেকোনো অনিয়ম, দুর্নীতি ও দায়সারা প্রশাসনিক আচরণ কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা তিনি “উন্নয়ন ও জবাবদিহির অন্যতম শক্তিশালী হাতিয়ার” বলে উল্লেখ করেন এবং সাংবাদিকদের সরাসরি, নির্ভীক ও গঠনমূলক সমালোচনা কামনা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, উন্নয়ন ও জনস্বার্থে তারা সবসময় সত্য প্রকাশে অটল থাকবেন। প্রশাসন–গণমাধ্যম সমন্বয় আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাও তারা উল্লেখ করেন।

পরিশেষে পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধের বার্তা দিয়ে মতবিনিময় অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *