শুভদিন অনলাইন রিপোর্টার:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হাদিকে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
হাদিকে গুলির ঘটনায় হামলাকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী।
তিনি জানান, ‘যারা হাদির ওপর গুলি চালিয়েছে, তারা কয়েক দিন ধরেই প্রচারকাজে যুক্ত ছিল। কোনো রাজনৈতিক পরিচয় না দিলেও তারা জানায়, হাদিকে পছন্দ করে এবং প্রচারে অংশ নিতে চায়।’
ইসরাফিল জানান, ‘হামলাকারীদের একজন সবসময় মাস্ক পরে থাকত। বারবার মাস্ক খুলতে বলা হলেও সে ‘সমস্যা আছে’ বলে তা পরেই থাকত। বিষয়টি হাদি গুরুত্বের সঙ্গে নেননি।’
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘জুমার নামাজ পড়ে তারা সেখান দিয়েই ফিরছিল। আমাদের আরও দুইটি রিকশা পেছনে ছিল। হাদি ভাইয়ের সঙ্গে তার ভাইও ছিলেন। পাশ দিয়েই গুলি করে পালিয়ে যায় তারা।’