এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের

শুভদিন অনলাইন রিপোর্টার:

ঢাকা ৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তিনি এলাকার সন্তান হিসেবে আজীবন জনগণের ভালোবাসা ও দোয়ার সঙ্গে থাকতে চান। এলাকার উন্নয়নের জন্য এলাকার সন্তান হিসাবে সবার ঐক্যবদ্ধ চাই।

রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর পূর্ব বাসাবো আল নূর জামে মসজিদে যোহরের নামাজ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, “মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে, আজ আমি এখানে দাঁড়িয়ে দু-একটি কথা বলার সুযোগ পেয়েছি—আলহামদুলিল্লাহ। আমি এই এলাকারই সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। আমার রাজনৈতিক জীবনও এই এলাকার সঙ্গেই সম্পৃক্ত।

তিনি বলেন,আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বর্তমানে অসুস্থ, তাঁর জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের নেতা মির্জা আব্বাস এবং তাঁর সহধর্মিণী মিসেস আফরোজা আব্বাসের জন্যও দোয়া কামনা করছি।

হাবিব আরও বলেন,আমি আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে চাই। যা কিছু ভালো, তার সঙ্গেই থাকতে চাই এবং যা কিছু খারাপ, তা থেকে দূরে থাকতে চাই। অতীতেও সেভাবেই চলেছি, ভবিষ্যতেও তেমনই থাকতে চাই।

তিনি এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, “এলাকায় যেসব কাজ খারাপ, সেগুলো যেন আমরা সবাই মিলে প্রতিহত করতে পারি এবং ভালো কাজগুলো এগিয়ে নিতে পারি এই প্রত্যাশাই আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। একজন এলাকার সন্তান হিসেবে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি ভালো কিছু করতে পারি এবং আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে পারি।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, মুসল্লি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *