তরিকুল ইসলাম:
ঢাকা ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণ এবং জনগণের কল্যাণ। নির্বাচিত হই বা না হই, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে—ইনশাআল্লাহ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর নবিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে ৭৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, আমরা বিজয়ের মাস ডিসেম্বর উদযাপন করি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার স্মারক। এই স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছে। তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন।
তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং জনগণই রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবে। কিন্তু দুঃখজনকভাবে যুগে যুগে স্বৈরাচাররা এসে সেই গণতন্ত্র ধ্বংস করেছে। এখন নতুন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।
হাবিব আরও বলেন, “আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী নেতাকর্মীদের স্মরণ করছি। সাম্প্রতিক জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগও আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করা হবে সুচিকিৎসা। আমরা চাই দেশের প্রতিটি মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পাক।
তিনি বলেন, “এই এলাকা এখনো পুরোপুরি উন্নয়নের ছোঁয়া পায়নি। এখানকার মানুষের অনেক মৌলিক চাহিদা রয়েছে। আমরা যারা এই এলাকার সন্তান, আমাদের দায়িত্ব হলো সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “আমরা দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং তার নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম আরও বেগবান হোক।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সহযোগী সংগঠন এবং উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় ৭৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি, সবুজবাগ থানার যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।