ধানের শীষের পক্ষে মির্জা ফখরুলের সহধর্মীনি রাহাত আরা বেগমের উঠান বৈঠক

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মীনি রাহাত আরা বেগম। সোমবার পৌর শহরের টিকাপাড়া ইয়াসিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে আশ পাশের এলাকার কয়েকশ নারী উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মীনি রাহাত আরা বেগম, মেয়ে মির্জা সাফারুহ সুমি, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা বেগম, পৌরসভার কাউন্সিলর ও মহিলা দলের নেত্রী আয়েশা বানু পারুল, রুনা লায়লা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন মানিক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহিলা দলের বিভিন্ন সদস্য ও স্থানীয় নারীগণ উপস্থিত ছিলেন।
বক্তব্যে রাহাত আরা বেগম বলেন, আপনাদের স্যার ৩৭ বছর ধরে রাজনীতিতে এই আসন থেকে নির্বাচন করেছেন। একটি কথাই বলতে চাই, তিনি প্রচন্ড কষ্ট করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। এই ৩৭ বছরের মধ্যে ১৬ বছর তিনি ঠিকমতো রাতে ঘুমাতে পারেননি, ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারেননি। মোট ১১ বার তিনি কারাগারে গেছেন। একবার টানা সাত মাস, আবার কখনো তিন মাস, দুই মাস কিংবা এক মাস করে কারাভোগ করতে হয়েছে। বক্তব্যে আবেগ প্রকাশ করে রাহাত আরা বেগম বলেন, আপনারা তাকে এবার একটু শান্তি শান্তি দিয়েন। স্বামীর মানবিক দিক তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের কষ্টে উনার মন কাঁদে। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান-বৌদ্ধ সবাইকে নিয়েই। ঢাকায় থাকার সময় ঠাকুরগাঁওয়ের মানুষ রিকশা চালাচ্ছে এই কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়তেন। বাসায় বসে আমাকে বলতেন, আমার দেশের মানুষ ভালো নেই। কবে আমরা মুক্তি পাব? কবে মানুষের মুখে হাসি ফোটাতে পারব?
তিনি আরও বলেন, আমরা হিন্দু-মুসলমান বুঝি না। সবচেয়ে বড় ধর্ম হলো মানবধর্ম। মানবধর্মের চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই। উনি চান আপনাদের মুখে হাসি ফুটুক। উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এবার আপনাদের স্যারকে জয়যুক্ত করুন। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের কথা তিনি শুনবেন। তখন দেশ আরও এগিয়ে যাবে।
বক্তব্যে মির্জা ফখরুল কন্যা মির্জা সাফারুহ সুমি বলেন, আমাদের সাথে যাবে আমাদের আমল ও নামাজ-কালাম। ভালো মানসিকতা এগুলো আমাদের সঙ্গে যাবে। কোন মার্কা এটাকে নির্ধারণ করতে পারবে না যে আমরা বেহেশতে যাব না দোজখে যাব। তাই নিজের বুদ্ধি আছে। অনুভব করে সব কিছু মাথায় রেখে আপনার ধানের শীষে ভোটটা দেবেন। কারণ আপনারাই উনাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন এবং আপনাদেরই প্রতিনিধিত্ব করছেন তিনি। আপনাদের জন্যই সারা বাংলাদেশে পরিচিত। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আমার বাবার হয়ে। আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দেবেন এবং তাকে জয়যুক্ত করবেন। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, এখানে অনেক হিন্দু মা-বোন আছেন। আমরা সব সময় তাদের পাশে আছি। আমার বাবা ছোটবেলা থেকে এই ঠাকুরগাঁওয়ের প্রত্যেকটি মন্দিরে পূজার সময় আমাদের নিয়ে যেতেন। আমরা হিন্দু-মুসলমান সবাই একসাথে বসবাস করার মতো মানসিকতার অধিকারী। আমরা ধানের শীষে ভোট দেব। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ধানের শীষে ভোট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *