আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, সোনারগাঁ উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী খন্দকার পনির, যুগ্ম সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, যুগ্ম সমন্বয়কারী আনিসুর রহমান, যুগ্ম সমন্বয়কারী মো. ইয়ানুর, নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক অনিক খান সিয়াম, জেলা যুবশক্তির সংগঠক মোখলেসুর রহমান স্বজন ও মো. শাওন।
এছাড়াও স্থানীয় এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ
করেন।
পুষ্পস্তক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দেশ ও জাতির কল্যাণে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এরপর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী তুহিন মাহমুদের সঙ্গে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।