কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই: হাবিব

তরিকুল ইসলাম:

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন,কথা নয়, কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চাই এবং জনগণকে সঙ্গে নিয়েই একটি মানবিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

তিনি বলেন , বিএনপি শুধু আগামীর বাংলাদেশের স্বপ্নই দেখাচ্ছে না, বরং একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ভাইগদিয়া পঞ্চায়েতের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত থাকবে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি বর্তমানে অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই একটি নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে। একই সঙ্গে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তার আগমনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে বলে মন্তব্য করেন হাবিব।

হাবিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, বরং আগামীর বাংলাদেশের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করেছেন। যে বাংলাদেশ হবে শোষণ ও দুর্নীতিমুক্ত, যেখানে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করতে পারবে।

তিনি বলেন, বিএনপির পরিকল্পনায় রয়েছে মানসম্মত শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠা। গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, এই এলাকা দীর্ঘদিন ধরে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তিনি নিজেকে এলাকার সন্তান দাবি করে বলেন, এলাকায় রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবেন ।

হাবিব আরও বলেন, তিনি নেতা হিসেবে নয়, এলাকার সন্তান হিসেবেই জনগণের পাশে থাকতে চান। যেকোনো সময় জনগণের ডাকে সাড়া দেবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ শুধু বিএনপির নয়, এটি হবে ১৮ কোটি মানুষের বাংলাদেশ। তাই জনগণের মন জয় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জন করতে না পারলে দলীয় পরিচয়ের কোনো মূল্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কথা নয়, কাজের মাধ্যমেই তিনি নিজেকে প্রমাণ করতে চান এবং জনগণকে সঙ্গে নিয়েই একটি মানবিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ভাইগদা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও অন্যতম যুগ্ম আহ্বায়ক, লিটন মাহমুদ, সদস্য শেখ মোহাম্মদ আলী, মোহাম্মদ আলাউদ্দিন মুয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা ইসমাইল তালুকদার খোকন, সবুজবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, সবুজবাগ থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আব্দুর রহিম, সবুজবাগ থানা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কাজী ইয়াহিয়া বাবু, খিলগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, ৭৩ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি মাকসুদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ, সবুজবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ঝিলন, সবুজবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক ইমরান গাফফারসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *