ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বুধবার সংযুক্ত আরব আমিরাত-ুসমর্থিত এক বিচ্ছিন্নতাবাদী নেতার প্রদেশে বিমান হামলা চালিয়েছে। প্রেসিডেন্সি থেকে বহিষ্কৃত হওয়ার পর দেশভাগের চেষ্টা করার অভিযোগে তিনি ‘রাষ্ট্রদ্রোহে’ অভিযুক্ত হয়েছেন।

ইয়েমেনের মুকাল্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারোস আল-জুবাইদির নিজ প্রদেশ ধালে’তে ১৫টির বেশি বিমান হামলা চালানো হয়। গত মাসে এসটিসি এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করলেও পরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ও সৌদি-পন্থী বাহিনীর পাল্টা অভিযানে তাদের অগ্রযাত্রা থেমে যায়।

হামলায় চারজন নিহত হয়েছেন বলে দু’টি হাসপাতাল সূত্র এএফপি’কে জানিয়েছে।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদে নির্ধারিত আলোচনায় উপস্থিত না হয়ে আল-জুবাইদি পালিয়ে যান এবং ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে এডেনের আশপাশে ‘বৃহৎ বাহিনী’ সমবেত করেন।

সাম্প্রতিক এই পরিস্থিতি এডেনকে কেন্দ্র করে আমিরাত-সমর্থিত এসটিসি ও সৌদি-পন্থী বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে। ২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর থেকে এডেনই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি।

এসটিসির অগ্রযাত্রা এবং সৌদি আরবের কঠোর প্রতিক্রিয়ায় ইয়েমেনে প্রভাব বিস্তার নিয়ে প্রতিদ্বন্দ্বী তেলসমৃদ্ধ রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের তীব্র অবনতি হয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, ‘এডেনের ভেতরে ডজনখানেক উপাদানের কাছে অস্ত্র ও গোলাবারুদ বিতরণের পর আল-জুবাইদি অজ্ঞাত স্থানে পালিয়ে যান।’

তিনি আরো বলেন, আল-জুবাইদি যাতে সংঘাত আরো উসকে দিতে এবং তা ধালে প্রদেশে ছড়িয়ে দিতে না পারেন, সেজন্য নতুন করে হামলা চালানো হয়েছে।

সংঘর্ষ প্রশমনের লক্ষ্যে আলোচনার জন্য মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার কথা ছিল আল-জুবাইদির। তবে, তার বিমান দেরিতে ছাড়ে এবং সেটি ছেড়ে যাওয়ার সময় তিনি বিমানে ছিলেন না বলে জোট জানায়।

এসটিসির এক কর্মকর্তা এএফপিকে বলেন, সৌদি আরবে গেলে তাকে সংগঠনটি ভেঙে দিতে বলা হবে— এমন তথ্য পাওয়ার পর আল-জুবাইদি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।

তিনি জানান, আইদারোস ছাড়া প্রতিনিধি দল রিয়াদের উদ্দেশে রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *