মাদুরোকে আটকের পর তেল কোম্পানিগুলোর সঙ্গে ট্রাম্পের আজ বৈঠক

শুভদিন অনলাইন রিপোর্টার:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রধান তেল কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন। ভেনেজুয়েলা নিয়ে তার পরিকল্পনাগুলোর পক্ষে তাদের সমর্থন আদায় করাই এই বৈঠকের উদ্দেশ্য।
ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ আগামী কয়েক বছর ধরে নিয়ন্ত্রণ করার আশা করছেন তিনি।খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ৩ জানুয়ারি এক ঝটিকা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ট্রাম্প এতে কোনো গোপনীয়তা রাখেননি যে ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই তার এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল।
শীর্ষ মার্কিন তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, ‘এই মুহূর্তে ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষের ওপর ওয়াশিংটনের সর্বোচ্চ মাত্রার প্রভাব রয়েছে।’
ট্রাম্প প্রশাসন বারবার বলেছে যে তারা ভেনেজুয়েলা পরিচালনা করছে। বুধবার জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দাবি করেন, ওয়াশিংটন দেশটির তেল শিল্পকে ‘অনির্দিষ্টকালের জন্য’ নিয়ন্ত্রণ করবে।
এদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দাবি করেছেন যে তার সরকার এখনো ক্ষমতায় রয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি জানিয়েছে, তারা কেবল তেল বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে যে হোয়াইট হাউসের বৈঠকে এক্সন মবিল, শেভরন ও কনোকোফিলিপসের প্রধানরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
ট্রাম্পের মুখপাত্র লিভিট বুধবার সাংবাদিকদের বলেন, ‘এটি মূলত একটি আলোচনামূলক বৈঠক, যেখানে স্পষ্টতই এই মুহূর্তে তেল কোম্পানিগুলোর সামনে যে বিশাল সুযোগ রয়েছে, তা নিয়ে কথা হবে।’
শেভরনই বর্তমানে ভেনেজুয়েলায় কার্যক্রম চালানোর লাইসেন্সপ্রাপ্ত একমাত্র মার্কিন কোম্পানি। এক্সন মোবিল ও কনোকোফিলিপস ২০০৭ সালে দেশটি ছেড়ে যায়। কারণ তারা তৎকালীন প্রেসিডেন্ট হুগো চাভেজের সেই দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছিল। তখন স্থানীয় কার্যক্রমে সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠ মালিকানা হস্তান্তরের কথা বলা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *