বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন। অত্র প্রেসক্লাবের সাধারণ সদস্য ও সিনিয়র সাংবাদিক এনামুল কবীর এনাম এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সামিউল মাসুম সৈকতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জননেতা ফজলে হুদা বাবুল ও ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুরের কাস্টোডিয়ান মো. ফজলুল করিম আরজু।
স্বাগত বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। “সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বদলগাছী উপজেলা প্রেসক্লাব সবসময় গঠনমূলক ভূমিকা রাখবে এবং জনস্বার্থে কাজ করবে।
বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন বলেন, প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে-সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা কোনো পেশা নয়, এটি একটি দায়িত্ব, রাষ্ট্র, সমাজ ও সাধারণ মানুষের প্রতি অঙ্গীকার। আমাদের উদ্দেশ্য হলো, সংবাদ পরিবেশনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা। আগামীর পরিকল্পনায় আমরা চাই, বদলগাছী উপজেলা প্রেসক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের অসঙ্গতি তুলে ধরে প্রশাসনকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। বদলগাছী উপজেলা প্রেসক্লাব স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা ফজলে হুদা বাবুল বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। গণতন্ত্র, মানুষের অধিকার ও সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ভূমিকা অপরিসীম। প্রেসক্লাবকে দল-মতের ঊর্ধ্বে থেকে মানুষের পক্ষে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাধ্যমে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে উৎসবমুখর আবহ সৃষ্টি করে।