Blog

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

শুভদিন অনলাইন রিপোর্টার:

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার বরিশাল থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র। তাঁকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি। গত বছরের ১ সেপ্টেম্বর ওই থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি।

এ মামলায় তৌহিদ আফ্রিদি ও তাঁর বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

মামলাটির প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

এরআগে গত ১৭ আগস্ট গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে তাঁকে।