মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অতি-দরিদ্র পরিবারের মাঝে পারিবারিক আয় বৃদ্ধির জন্য র্শতসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের কলেজপাড়াস্থ ক্যাথলিক চার্চ’র মাঠ চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে অতি-দরিদ্র পরিবার গ্রাজুয়েশন সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম, ব্যাটেল সরকার, চাইল্ড প্রটেকশন অফিসার ম্যানুয়েল বৈদ্য প্রমুখ।
অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ৫০ জন সদস্যের মাঝে জনপ্রতি নগদ ১৮ হাজার টাকা করে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সংস্থার কর্ম এলাকায় মোট ৬৫৮ জন সুবিাধাভোগীকে সর্বোমোট ১ কোটি ১৮ লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তারা।