মেহেরপুর  জাতীয় ভিটামিনের এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে জাতীয় ভিটামিনের এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে সদর উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লতিফুন্নেছা লতার সভাপতিত্বে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজির হাসান।

স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলক কুমার দাস। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন,ইন্সপেক্টর জাহাঙ্গীর সেলিম ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের এম টি ই পি আই মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রতিপাদ্যের উপর আলোচনা করেন মেডিকেল অফিসার ডা কামরুন্নাহার।সদর উপজেলার ১২০ কেন্দ্রে শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Related posts

Leave a Comment