– কাজী মোঃ হাসান
কদম ফুলের ফুল কলিরা নতুন করে জাগবেই,
ভেঙ্গে সকল জীর্ণ স্বপন স্বর্ণ তোরণ আঁকবেই।
ধনী-গরীব, উচু-নীচুর প্রভেদ যতই থাক না,
বন্দী করে সকল বাঁধা, লাগিয়ে দেবে ঢাকনা।
কাউকে ঘৃণা করবে না আর করবে না তো তুচ্ছ,
আলোর পথের যাত্রী হয়ে পরবে মৈত্রী পুচ্ছ।
বাংলা মায়ের পথে-ঘাটে দিন কাটে যার কান্নায়,
অশ্রু তাদের মুছে দিয়ে ভরে দেবোই পান্নায়।
কদম ফুলের ফুল কলিরা হবেই চাঁদের স্বপ্ন,
জ্ঞান গরিমায় লাগিয়ে বিশ্ব জুড়ে জপ্ন।
মানবে না কেউ তুচ্ছ বাঁধা অক্টোপাসের বন্ধন,
এবার থেকে হাসবে সবাই শুনবে না কেউ ক্রন্দন।