গাংনীতে বিশ্ব পরিবেশ দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এস এম নাজমুল হক ,অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম,মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম হাসান পরিবেশ রক্ষায় প্লাষ্টিক বর্জ্য সঠিকভাবে বিনষ্ট করার ব্যাপারে সকলের প্রতি আহবান জানান।
একইভাবে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধ্ াঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাধিকবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদির হোসেন শামীম, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রমুখ ।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, রাইপুর ইউপি সদস্য রাজু আহমেদ প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী , কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment