গভীর রাতে বস্তিতে যেতেন শাহরুখ, যা বললেন সুনীল

শুভদিন অনলাইন রিপোর্টার:

বলিউড অভিনেতা কিং শাহরুখ খান বিভিন্ন ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয় জগতের পাশাপাশি ব্যক্তি জীবনেও তিনি উদার মনের মানুষ। বিভিন্ন সময় গরীর-অসহায়দের সাহায্য করতে দেখা যায় এই অভিনেতাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌতুক অভিনেতা সুনীল পাল দাবি করেছিলেন, একসময় শাহরুখ খান গভীর রাতে বস্তিতে যেতেন। কারণ সেখানে তার বাড়ির এক কর্মী থাকতেন।
সুনীল পাল বলেন, ‘যখন কোনো বিশেষ অনুষ্ঠান থাকত ঠিক সে দিন গভীর রাতে তাকে দেখতে যেতেন। শাহরুখ খান প্রতি ৪-৬ মাসে একবার করে দেখতে যেতেন। তার বাচ্চার জন্মদিন হলে বা অন্য কোনো উপলক্ষ্য হলে রাত ১২টার পর ১০-১৫ মিনিটের জন্য যেতেন।’
সুনীল সিঙ্গাপুরে সফরে গিয়ে বলেছিলেন, কিং খান এক অনুষ্ঠানে আমাকে সহ প্রত্যেক শিল্পীকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। গণেশ হেগডেও উপস্থিত ছিলেন সেখানে। শাহরুখ খান এবং আমির খান অন্য শিল্পীদের সম্মান করে তাদের মধ্যে কোনো অহংকার নেই। তারা এতটাই সরল এবং নম্র যে আমিরের মেঝেতে বসে আলোচনার সময় আড্ডা দিতেও আপত্তি করেননি।

 

Related posts

Leave a Comment