শুভদিন অনলাইন রিপোর্টার:
টালিউডে একের পর এক ছবিতে কাজ করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি তার বিপরীতে ‘তুফান’ ছবিতে মিমি চক্রবর্তী কাজ করেছেন। বাংলাদেশের সিনেমা হলে এখন ঝড়ের গতিতে চলছে তুফান। আবার ‘দরদ’ ছবিতে শাকিবের নায়িকা পায়েল সরকার। এ ছাড়া তারও আগে দুই বাংলা প্রযোজিত ‘প্রিয়তমা’ ছবিতে কিং খানের বিপরীতে নায়িকা ছিলেন ইধিকা পাল। সে ছবিতে কিং খান বাজিমাত করেন।
আনন্দবাজার সূত্রে জানা যায়, শাকিবের ফিটনেস নিয়ে উচ্ছ্বসিত কলকাতার নায়িকা পায়েল সরকার। তার মতে শাকিব আগের থেকে আরও রোগা হয়ে গেছেন, তাতে আরও ঝকঝকে দেখতে লাগছে তাকে।’ শাকিব কি আরও বেশি টালিউড নায়িকাদের সঙ্গে অভিনয় করছেন?এমন প্রশ্নে সঙ্গে সঙ্গে পায়েলের স্বতঃস্ফূর্ত জবাব— ‘শাকিবের মধ্যে নায়কোচিত সব গুণ আছে। দুই বাংলা মিলিয়ে এখন শাকিব প্রচুর কাজ করছে। সে ক্ষেত্রে শাকিব এপার বাংলায় বেশি কাজ করলে আখেরে লাভ টালিউডেরই।’
পায়েল অবশ্য শাকিবের সঙ্গে এর আগেও কাজ করেছেন। ২০১৮ সালে তিনি, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর শাকিব মিলে ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছিলেন। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার হলেও ভিন্ন স্বাদের। পরিচালক এ ছবির প্রযোজকও। সহ-প্রযোজনায় টালিউডের এসকে মুভিজ়। সদ্য মুক্তি পেয়েছে ছবির ঝলক। দেখা যাচ্ছে নায়ক মানসিক বিকারগ্রস্ত খুনি। পায়েল উচ্চপদস্থ প্রশাসনিক।
এই প্রথম পুলিশের ভূমিকায় অভিনয় করলেন পায়েল সরকার? আনন্দবাজারের এক সাক্ষাৎকারে এমন প্রশ্নে পায়েল সরকার বলেন, ‘বরাবর এই পদটিকে শ্রদ্ধা করি। কতবার কত জায়গায় যেতে যেতে দেখেছি রোদ-ঝড়বৃষ্টি মাথায় করে প্রশাসনিক মহল আমাদের নিরাপত্তার খাতিরে পথে নামে। এবার আমি তাদেরই ভূমিকায় দরদে অবতীর্ণ হয়েছি। অনেক দিন ধরেই আমার ইচ্ছ ছিল মহিলা পুলিশের ভূমিকায় অভিনয় করার।’