কক্সবাজার প্রতিনিধি:
মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েছে। এতে প্রাণে বাঁচতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অর্ধশতাধিক সদস্য ট্রলারে করে নাফ নদ হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।
আজ রোববার বিকেলে পৌরসভাস্থল জালিয়াপড়ার টেকনাফ-মিয়ানমার ট্রান জেটিঘাটে নাফ নদে দুটি ট্রলারে করে তারা অবস্থান করেন। তবে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে এপারে টহল জোরদার করছে বাংলাদেশ কোস্ট গার্ড।