দেশে এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান নেই : নজরুল ইসলাম

শুভদিন অনলাইন রিপোর্টার:

দেশে এক দফা’ বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৪ জুলাই) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘ছাত্রদের আন্দোলন হচ্ছে, কোটা সংস্কার আন্দোলন। কোটা বাতিলের জন্য নয়। আমরা কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়েছি। কয়েক বছর ধরে এ বিষয়টিকে জিইয়ে রাখার অর্থ হয় না, সরকারের উচিত ছিল কোটা সংস্কার করা।’

তিনি বলেন, ‘হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা ব্যক্তিদের জামিন দেয়া হচ্ছে, আর যিনি (বেগম খালেদা জিয়া) দুর্নীতি করেননি, কোনো অর্থ তছরুপ করেননি অথচ তাকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হচ্ছে।’

‘সংকট বাড়ানো কোনো সরকারের কাজ হতে পারে না, সরকারের কাজ হলো সংকট সমাধান করা’- এমন মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘বারবার আমরা দেখছি সংকট সৃষ্টি করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘আজকের দেশে গণতন্ত্রহীনতা, দুর্নীতি চলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় তার খুব কাছের লোকজন দুর্নীতি করে দেশটাকে ফোকলা করে দিচ্ছে। ব্যাংকগুলো শূন্য ও টাকার অবমূল্যায়ন হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। দেশের স্বার্থহানিকর অসম চুক্তি করা হচ্ছে।’

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘যে এক দফার দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি, সেই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান নাই। এক দফার যে লড়াই সেটিকে এগিয়ে নিতে আগামীতে আমরা কর্মসূচি ঘোষণা করব, সেই ঘোষণার প্রেক্ষিত হিসেবে আমাদের আজ আলোচনা হয়েছে।’

Related posts

Leave a Comment