ঠাকুরগাঁওয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ১ আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোর্শেদ জামান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়তে হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জজ কোটের পাবলিক প্রসিকিউটর এ্যাড. শেখর কুমার রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহিন আকতার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায়।

Related posts

Leave a Comment