মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সড়ক রক্ষণাবেক্ষণে কাজের ২২৫ জন নারী কর্মীদের মাঝে সঞ্চিত ২ কোটি ৬৫ লাখ ১৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সদর উপজেলা প্রকৌশলীর সভাকে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারুল ইসলাম সরকার। এসময় নির্বাহী প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভ, উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপ সহকারী প্রকৌশলী মাবুদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।