মেহেরপুর প্রতিনিধি:
দেশে অশান্তি, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে গাংনীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা শহর ও গাংনীতে প্রতিবাদ মিছিল বের করা হয়।
এর পর দুপুর ১২ টার সময় গাংনী উপজেলা বিএনপির কার্যালয় থেকে কলেজ শাখা ছাত্রদলের নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল করে। একই ভাবে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ঘুরে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়।
পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যথাক্রমে-এসএম প্লাবন,তামিম আহমেদ, জায়িম আল হাসান,হাসনাত সৈকত, আরমান খান। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।