মেহেরপুর প্রতিনিধি:
গাংনীতে স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী বাজার বাস স্ট্যান্ডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে প্রতিবাদ মিছিল বের করা হয়।
ফ্যাসিষ্ট শেখ হাসিনার ষড়যন্ত্র এবং আত্মগোপনে থাকা আওয়ামীলীগের প্রাণনাশের হুশিয়ারি ও পরিবেশ অশান্ত করে শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিষ্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে খুনী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনতার ভাবি এমপি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশনায় উপজেলা বিএনপি,পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। দেশে অশান্তি, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে গাংনীতে প্রতিবাদ মিছিল করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ড বাজারের শহীদ আবু সাঈদ চত্বরে গাংনী উপজেলা শাখা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে প্রতিবাদ মিছিল করা হয়। গাংনী উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল করে।
গাংনী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সেক্রেটারী মকবুল হোসেন মেঘলা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ইনসারুল হক ইনসু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি কাওছার আলী,গাংনী পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলাম, বিএনপি নেতা সোহরাব হোসেন, এসময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন, খুনী শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের মধ্যে গোপন ষড়যন্ত্র চলছে। দুর্বৃত্তদের যেখানে পাবেন সেখানেই সমুচিত শিক্ষা দিতে হবে।
এর আগে বিএনপির দলীয় কার্যালয় থেকে পৌর স্বেচ্ছাসেবকদলের নেতা জামাল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতা কর্মী অংশগ্রহন করে ।