তূর্যধ্বনি

-কাজী মো. হাসান
মৃত্যু ভেদি কন্ঠে তোমার বাজলো যে ভীম তূর্যধ্বনি,
ঊষার আলোয় নতুন করে আজকে আবার সে সুর শুনি।
আকাশ বাতাস বৃক্ষ শাখে
ঝিমিয়ে পড়া ঘূর্ণিপাকে
শিকল ছেঁড়া পাখির ডাকে- উঠলো বেজে প্রাণের বাণী,
মৃত্যু ভেদি কন্ঠে তোমার বাজলো যে ভীম তূর্যধ্বনি।
বক্ষে তোমার রক্ত দেখে চোখের কোনে অশ্রু নহে,
বজ্রমুঠি, নতুন শপথ- সিন্ধু সমান অগ্নি বহে।
জীবন জাগে ফাগুন বায়ে
পলাশ বনের রাঙা ছায়ে
দুলছে সাগর তপ্ত বায়ে- মুক্তি যেথায় নিত্য বহে,
বক্ষে তোমার রক্ত দেখে চোখের কোনে অশ্রু নহে।
লক্ষ আশার পণ্য লয়ে ছুটলো তরি মুক্ত তীরে,
গড়তে নতুন মুগ্ধ সমাজ শুভ্র আলোর অযুত ভিড়ে।
শহীদ ভ্রাতার রক্ত টিকা
জ্বালতে বুকে বিজয় শিখা
লিখলো হাজার প্রলয় লিখা-আঁধার ঘেরা রুদ্ধ নীড়ে,
লক্ষ আশার পণ্য লয়ে ছুটলো তরি মুক্ত তীরে।

Related posts

Leave a Comment