এলেই যদি

-কাজী মোঃ হাসান

তুমি এলেই যদি আবার কেন,
কি অভিমানে যাচ্ছো গো ফিরে।
কাছে এসেও দাওনি তো ধরা,
চলে যেতে চাও বাঁধন ছিঁড়ে।।

তবে তাই হোক যাও চলে যাও,
মনের প্রশান্তি যেথা খুঁজে পাও।
ফিরবেনা তবু নিবির আঁধার-
যদি কখনো নামে আমাকে ঘিরে।।

জীবন তো কখনো থেমে থাকে না,
আপন গতিতে চলে নদীর মতো।

ভেঙে যায় মন ভেঙ্গে যায় পার,
বিলীন হয়ে যায় সংসার শত।
তোমার বিরহে কাঁদবেই মন,
থাকবে না স্পর্শ মধুর লগণ।
তবুও তুমি কভু ফিরে এসো না-
যায় যদি যাক মোর বুক চিঁড়ে।।

১৩/০৯/২০২৪
মিরপুর, ঢাকা।

Related posts

Leave a Comment