গাংনীতে মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সহযোগিতায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ এরশাদ আলী ও আবুল কালাম আজাদ নামের ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ীর কামড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সিপাহী রাজু আহমেদ আহত হয়েছে।
শুক্রবার সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলা তেরাইল ভরাট সড়কে এই অভিযান চালানো হয় গোপন সূত্রের খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বামন্দী ইউনিয়নের তেরাইল ভরাট সড়কে অবস্থান গ্রহন করে।
এসময় একটি সিএনজিতে মাদক পাচারকারীরা ঐ সড়কে অতিক্রম করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। মাদকব্যবসায়ীরা নিজেদের বাঁচাতে একটি পুকুরে ঝাপ দেয়। সিপাহী রাজু আহমেদ তাদের পিছু নিয়ে তিনিও পুকুরে ঝাপ দিয়ে তাদের জাপটে ধরে। এসময় মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ পুলিশের হাতে কামড় দিয়ে পালাবার চেষ্টা করে।
পরে তাদের নিকট থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে।

Related posts

Leave a Comment