প্রশ্ন অনেক

-কাজী মাে. হাসান

মরেও যারা অমর আজি
কে দেয় তাদের দাম,
হৃদয় কোণে রাখছে গেঁথে
রক্তে ভেজা নাম?
পুত্র শোকে পাগল যারা
কে যায় তাদের ঘরে,
মাতা বলে রাখতে মাথা
শূন্য বুকের ’পরে?
পিতৃহারা শিশুর কাছে
শুনিয়ে সুখের বাণী,
কে দেয় এনে খুশীর ধারা
কোলের কাছে টানি?
আঁচল দিয়ে মুখটি ঢেকে
কাঁদছে ঘরের বউ,
কেমন ভাবে দিন কাটে তার
রাখছে কি খুঁজ কেউ?
ঘর হারিয়ে গাছের তলে
কাটছে যাদের রাত,
কেউ কি আছে পাশে বসে
রাখতে হাতে হাত?

আসল কথা ব্যস্ত সবাই
ভাগ্য গড়ার তালে,
সরল যারা মরছে তারা
ন্যায় নিষ্ঠার জালে।

Related posts

Leave a Comment