শুভদিন অনলাইন রিপোর্টার:
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারই প্রথম এই সংস্করণের বিশ্বকাপে জয় পেলো বাংলাদেশ নারী দল। আজ আসরের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাটিং করে ১১৯ রান করে বাংলাদেশ। জবাবে ১০৩ রানে থামে স্কটিশদের ইনিংস।
এবার শিকার মারুফার, ৬ ওভারে স্কটল্যান্ড ৩১/২
পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট শিকার করলেন মারুফা আক্তার। তার দুর্দান্ত ইনসুইং ডেলিভারি ভেঙে দেয় ক্যাথেরিনের উইকেট। ৬ ওভারে স্কটল্যান্ড ৩১/২ ।
প্রথম উইকেট শিকার ফাহিমার
১১৯ রান ডিফেন্ড করতে নেমে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন ফাহিমার আক্তার। তার শিকার হয়ে ফিরলেন সাসকিয়া হোরলে।
১১৯ রানে থামলো বাংলাদেশের ইনিংস
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করে ১১৯ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। সর্বোচ্চ ৩৪ রান করেন সোবহানা মোস্তারি।
১০ ওভারে বাংলাদেশ ৫৫/১
প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে বাংলাদেশ। মুর্শিদা খাতুন ফেরার পর সোবহানা ও সাথি মিলে দলকে এগিয়ে নিচ্ছেন।
মুর্শিদার বিদায়ে প্রথম উইকেট হারালো বাংলাদেশ
পাওয়ার প্লেতে বাংলাদেশের দুই ওপেনারই আগ্রাসী খেলছেন। বড় শট খেলতে গিয়েই টাইমিংয়ে গড়বড় করে উইকেট দিলেন মুর্শিদা খাতুন। ১২ রান করেন তিনি।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নারী টি-টোয়ন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে এদিন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
টস জিতে জ্যোতি বলেন, ‘আমরা কন্ডিশন দেখার জন্য আগে ব্যাটিং করতে চাই। এটা আমাদের জন্য ভালো হবে। আমরা নিজেদের প্রস্তুত করেছি ভালোভাবে। বাংলাদেশ নারী ক্রিকেট এগোচ্ছে আমরা এটা এখানে দেখাতে চাই।’
বাংলাদেশ একাদশ:-
মুরশিদা খাতুন, সাথি রানী, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার, মারুফা আক্তার।
স্কটল্যান্ড একাদশ:-
সাসকিয়া হোরলে, সারা ব্রেইস, ক্যাথরিন ব্রেইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটাজী, ড্যারসি কার্টার, লর্না জ্যাক, ক্যাথেরিন ফ্রাসার, রাকেল স্লাটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।