মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে শেষ হলো ৩ দিন ব্যাপী প্রাণিসম্পদখাত সংশ্লিষ্ট উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। ইএসডিও কতৃক বাস্তবায়িত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ ) ও পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে বৃহস্পতিবার এ প্রশিক্ষণ শেষ হয়।
প্রশিক্ষণটি গত মঙ্গলবার উদ্বোধন করেন পিকেএসএফের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার মুনির হাসান ও মো: মাকসুদ আলম।
প্রাণিসম্পদখাত সংশ্লিষ্ট উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবীব, বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: ওসমান গনি । এ প্রশিক্ষণে রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নীলফামরী ও দিনাজপুর জেলার প্রকল্প ভুক্ত ৫০ জন খামারী অংশ নেয়। এছাড়াও এ সময় ইএসডিওর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।