শুভদিন অনলাইন রিপোর্টার:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বঙ্গভবন সূত্র জানায়, রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ।
অনুষ্ঠানে কূটনীতিক, হিন্দু সম্প্রদায়ের সিনিয়র সাংবাদিক এবং সংশ্লিষ্ট সচিবসহ প্রায় এক হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হবে বলে সূত্র জানায়।বাসস