মেহেরপুর প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরে গাংনী উপজেলা স্ব্স্থ্যা কমপ্লেক্সের জন্য পথ্য, স্টেশনারী ও ধোলাই দরপত্রের সামগ্রী ক্রয়ের নিমিত্তে দাখিলকৃত দরপত্র বক্সগুলো উন্মুক্তকরণ ও যাচাই বাছাই এবং ড্রপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে দরপত্র দাখিলকৃতদের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানীর সভাপতিত্বে দরপত্র যাচাই বাছাই ও ড্রপ উপ কমিটির সদস্য ডা. এম কে রেজা, ডা. জাহিদুর রেজাডা. এাসুদুল রহমান মাসুদ, ও স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী দবিরউদ্দীন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সেও অফিস সূত্রে জানা গেছে, মোট ৩ টি প্যাকেজে ১১ টি দরপত্র ড্রপ করা হয়েছে। বেলা ১২ টা পর্যন্ত দরপত্র দাখিল করার শেষ সময় নির্ধারিত ছিল।
এ সময় নিরাপত্তাবাহিনী হিসেবে কয়েকজন পুলিশ সদস্য , ঠিকাদারগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সর্বনিম্ম দরদাতাদের মনোনীত করা হয়।