জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখে তৃতীয় দিনের খেলা শেষ করল বাংলাদেশ

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইনিংস হারের শঙ্কা উড়িয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ। সেই সাথে বাঁচিয়ে রাখল জয়ের আশা। যদিও পথটা অনেক কঠিন, তবে মেহেদী মিরাজ আছেন বলেই এখনো স্বপ্ন দেখছেন সমর্থকরা। অবিস্মরণীয় কিছুর অপেক্ষায় সবাই।
প্রোটিয়াদের ১০১ রানের লিড ভেঙে নতুন করে ৮১ রান তুলতে পেরেছে টাইগাররা। যদিও বৃষ্টির কারণে আগেভাগেই শেষ হয়েছে খেলা। সব মিলিয়ে ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৮৭ রান। মিরাজ অপরাজিত আছেন ৮৭ রানে।
৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ বুধবার মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরুটা একেবারেই ভালো হয়নি। মাত্র ১১ রান তুলতেই হারায় ৩ উইকেট। একে একে ফেরেন মুশফিক, মাহমুদুল, লিটন।
আগের দিনের রানের সাথে আর মাত্র ৪ রান যোগ হতেই ফেরেন মাহমুদুল হাসান জয়। ৩১.১ ওভারে রাবাদার ফাঁদে পড়েন ৯২ বলে ৪০ করে। এক বল পর ফেরেন মুশফিকুর রহিমও। অভিজ্ঞ এই ব্যাটার দলকে বিপদে ফেলে আউট হন ৩৩ রানে।
দলীয় ১১২ রানে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। ১৫ বলে ৭ রান করে কেশভ মহারাজের এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। ১১২ রানে ৬ উইকেট হারালে দেখা দেয় অল আউটের শঙ্কা। তবে পরিস্থিতি সামলে নেন মিরাজ-জাকের।
দু’জন মিলে দলকে উদ্ধার করেছেন বিপদ থেকে। এই জুটিটাই ইনিংস হার এড়ায় বাংলাদেশের। সেই সাথে নিজেদের পুঁজি বাড়ানোর সুযোগ করে দেয়। যুগলবন্দী যখন ভাঙে, ততক্ষণে ৪৮ রানের লিড নিয়ে নিয়েছে টাইগাররা।
জুটি ভেঙে জাকের আলি থেমেছেন কেশভ মহাজের শিকার হয়ে। তবে আউট হওয়ার আগে কাজের কাজ অনেকটাই এগিয়ে দিয়েছেন। মেহেদী মিরাজের সাথে গড়ে তুলেন ১৩৮ রানের বহুল কাঙ্ক্ষিত জুটি। আউট হন ১১১ বলে ৫৮ রানে।
লিড ৬৫ রান পর্যন্ত পৌঁছুতেই নামে বৃষ্টি। খেলা বন্ধ থাকে দীর্ঘক্ষণ। বৃষ্টির পর খেলা শুরু হলেও আলোকস্বল্পতায় বল করতে পারেননি পেসাররা। ফলে আগেভাগেই শেষ হয়েছে খেলা। লিড ৮১ পর্যন্ত যেতেই বন্ধ হয় যায় খেলা।
উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং ধ্বসে পড়ে, গুটিয়ে যায় মাত্র ১০৬ রানে। জবাব দিতে নেমে তাইজুল ইসলামের তোপে মাত্র ১০৮ রানে ৬ উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় কাইল ভেরেইনের ব্যাটে। তার শতকে ভর করে ৩০৮ রান আসে স্কোর বোর্ডে।
২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে মাত্র ৪ রানের মাথায় রাবাদার জোড়া আঘাতে বড় ধাক্কা খায় টাইগাররা। এরপর নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয় জুটি গড়েন পঞ্চাশোর্ধ রানের।
সেই জুটি ভাঙে থিতু হয়েও শান্ত ২৩ রানে বিদায় নিলে। তবে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দিনের বাকি সময়টা পাড়ি দেন জয়। রান তুলেন ১০১। জয় ৩৮ ও মুশফিক ৩১ রান নিয়ে আজ ব্যাট করতে নামেন।

Related posts

Leave a Comment