ইরানের সর্বোচ্চ নেতা খামেনি গুরুতর অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গুরুতর অসুস্থ বলে দাবি করছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এমনকি খামেনির মারা গেলে তার উত্তরসূরি কে হবেন, সে বিষয়েও চলছে আলোচনা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে গতকাল রোববার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা ৮৫ বছর বয়সী খামেনি গুরুতর অসুস্থ।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উদ্ধৃতি ওয়াশিংটন থেকে এএফপি জানায়, খামেনি মারা গেলে বড় ছেলে মোজতবা খামেনি তার স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এই বিষয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস সিদ্ধান্ত নিবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খামেনির গুরুতর অসুস্থতার পর তার উত্তরাধিকার নিয়ে একটি ‘নীরব লড়াই’ শুরু হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর খামেনির উত্তরসূরি নিয়ে উদ্বেগ বেড়ে যায়।

Related posts

Leave a Comment